প্রকাশিত: Wed, Dec 27, 2023 8:26 PM
আপডেট: Tue, Jul 1, 2025 3:45 PM

[১]যশোরে মোবাইল কোর্ট পরিচালনা, ৭ টন পলিথিন জব্দ

শরিফুল ইসলাম: [২] পলিথিনের ভয়ঙ্কর দূষণ জনস্বাস্থ্য ও প্রাকৃতিক পরিবেশকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। দেশে ১৯ বছর আগে আইন করে নিষিদ্ধ হওয়ার পরও এর উৎপাদন, বিপণন ও ব্যবহার বন্ধ হয়নি। আইনী দুর্বলতার সুযোগে পরিবেশ বিপর্যয়ের এই উপাদান এখন যশোরের ৮টি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে  ভারত থেকে চোরাই পথে অবৈধ অপচনশীল সর্বনাশা পলিথিনের যত্রতত্র ব্যবহারের ফলে ভরাট হচ্ছে শহরের পয়োনিষ্কাশনের নালা-নর্দমা। ভেঙ্গে পড়ছে ড্রেনেজ ব্যবস্থা। পলিথিন বর্জ্যের কারণে উর্বরতা হারাচ্ছে মাটি, বাতাসে ছড়াচ্ছে বিষ। ভরাট হচ্ছে খাল-বিল-নদী, দূষিত হচ্ছে পানি তাই যশোর জেলার ঝিকরগাছায় যশোর নামক স্থানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। 

[৩] মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে যশোর জেলার নবীবনগর, ঝিকরগাছা, যশোর নামক স্থানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন যশোর জেলার ঝিকরগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কে এম মামুনুর রশীদ তিনি জানান মোবাইল কোর্টে আনুমানিক ৭ টন (৭,০০০ কেজি) নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। একইসাথে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ পরিবহনের জন্য ৫০,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়। 

[৪] উক্ত অভিযানে আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের পরিদর্শক সৌমেন মৈত্র। এসময় পরিবেশ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক নুর আলম, সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান সহ অত্র কার্যালয়ের অন্যান্য কর্মচারীগণ।

[৫] যশোর জেলা কার্যালয়ের পরিদর্শক সৌমেন মৈত্র জানান, পলিথিন বন্ধ করার চেষ্টা করছে। বিকল্প ব্যবহার বাড়াতে পারলে পলিথিন উঠিয়ে নেয়া সহজ হবে। পলিথিন থেকে নির্গত হয় বিষফেনোল নামক বিষাক্ত পদার্থ। যা মানবদেহের জন্য ভয়াবহ ক্ষতিকর। এছাড়া পলিথিন এমন একটি উপাদান যা পরিবেশের জন্য মোটেই উপযোগী নয়। মানুষের অবাধে ব্যবহারের পর যত্রতত্র ছুড়ে ফেলে দেয়া উচ্ছিষ্ট পলিথিন বৃষ্টির পানির সঙ্গে ড্রেনে-নর্দমায় ঢুকে পড়ে। এতে ড্রেনেজ ব্যবস্থা অচল হওয়ার ফলে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি করে।পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের অধীন যশোর ও মাগুরা জেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।